দেশবাসীকে ইলিশ না খাওয়ার আবেদন শেখ হাসিনার

ঢাকা, ১৪ এপ্রিলঃ  প্রজননের ঋতুতে ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে দেশবাসীকে ইলিশ না খাওয়ার আবেদন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পয়লা বৈশাখের দিন পান্তা ভাত, শুঁটকি মাছ আর ইলিশ খাওয়াই রেওয়াজ বাংলাদেশে।  কিন্তু শনিবার হাসিনা জানান, নতুন বছরে তিনি নিজেও ইলিশ খাবেন না। পান্তা ভাত আর শুঁটকি ভর্তা দিয়ে পয়লা বৈশাখ পালন করবেন তিনি।
রংপুরের বিভিন্ন জনগোষ্ঠীর গ্রামীণ মহিলারা কিছুদিন আগে পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানে হাসিনাকে পান্তাভাত, ইলিশ খাওয়াবেন বলে আমন্ত্রণ জানান। এদিন হাসিনা ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিওকনফারেন্সে সেই আমন্ত্রণের জবাবে বলেন, ‘আমি পান্তা ভাত খাব পয়লা বৈশাখে। তবে ইলিশ নয়, শুটকি ভর্তা দিয়ে।’
প্রতি বছরই ১ মার্চ থেকে দু মাস বাংলাদেশে সরকারি ভাবে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JGmpP3

April 14, 2018 at 06:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top