যোধপুর, ১৩ এপ্রিলঃ জঙ্গি হামলা, অনুপ্রবেশ, আন্তর্জাতিক পথে চোরাচালান ঠেকাতে বদ্ধ পরিকর প্রশাসন। তাই রাজস্থান লাগোয়া ভারত-পাক সীমান্তে বসানো হচ্ছে বৈদ্যুতিক তার। যেখানে সবসময় প্রবাহিত হবে বিদ্যুৎ।
৮৪০ কিমি এলাকা জুড়ে ইলেকট্রিফায়েড কোবরা তার বসানোর কাজ শুরু হবে শীঘ্রই৷ পাশাপাশি থাকছে বিএসএফের কড়া টহলদারি৷ গোটা সীমান্তবর্তী এলাকা সিল করে দেওয়া হবে কোবরা তার দিয়ে৷
বিএসএফের তরফে জানানো হয়েছে, এই তার কাটতে বা পেরোতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হতে হবে। তারের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বাজবে অ্যালার্ম ও জ্বলে উঠবে বিশেষ বাতি৷ সতর্ক হতে পারবেন বিএসএফ আধিকারিকরা৷ এর ফলে শব্দের উৎস ধরে অপরাধীকে ধরতে সুবিধে হবে।
বিএসএফ ডিআইজি রবি গান্ধি বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরা, কোবরা তার এবং নজরদারির জন্য অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করছি। এছাড়া জওয়ানদের সুবিধার্থে গরমে ডিপ ফ্রিজার, ওয়াটার কুলার লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GYwgOq
April 13, 2018 at 08:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন