তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক সঞ্জয় পুরকায়স্থের বিরুদ্ধে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৭জন শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বরাবরে।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রায়ই তাদের গালে হাত দেন, পিঠে হাত দেয় এবং মাঝে মধ্যে আপত্তিকর কথাও বলে থাকেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুর জামান মিয়া বলেন, ছাত্র-ছাত্রীরা আমাদেরকে মৌখিক ও লিখিতভাবে বিষয়টি জানিয়েছে সেই সাথে তাদের অভিভাবকগণও আমাদের বিষয়টি অবহিত করেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সুফিয়ান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দিন যাবত আমাকেও বিষয়টি অবহিত করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ বলেন, একজন শিক্ষকের কাছ থেকে কোন অভিভাবক কিংবা শিক্ষার্থী এমনটা আশা করে না।
মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক সঞ্জয় পুরকায়স্থের কাছে অভিযোগের বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষক আর আমার মধ্যে ব্যক্তিগত দ্বন্ধ রয়েছে এর বাইরে কোন কিছু আমার জানা নেই।
শ্রীপুর উত্তর ক্লাস্টার অফিসার ও তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ আসেনি তবে আমার বিভিন্ন শিক্ষকের মাধ্যমে বিষয়টি শুনতে পাচ্ছি।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2ImXWN3
April 03, 2018 at 03:19AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন