হায়দরাবাদ, ১৪ এপ্রিলঃ দুর্নীতিতে অভিযুক্ত খোদ বিচারক! এনডিপিএস আইনে ধৃত এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে জামিন দেওয়ার অভিযোগে দুর্নীতি-দমন শাখার(এসিবি) হাতে গ্রেফতার হলেন হায়দরাবাদের নগর-দায়রা আদালতের অতিরিক্ত বিচারক এস রাধাকৃষ্ণ মূর্তি। অভিযোগ, জামিন দেওয়ার জন্য তিনি ঘুস নিয়েছেন সাড়ে ৭ লক্ষ টাকা। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও দুই আইনজীবী কে শ্রীনিবাস রাও ও ডি সতীশ কুমার। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে এসিবি। উচ্চ আদালতের নির্দেশে তাঁদের বাসভবনে তল্লাশিও চালানো হয়েছে।
এসিবি সূত্রে খবর, গত অক্টোবরে হায়দরাবাদের এমটেক পড়ুয়া এম দাত্তুকে গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ। ছেলের জামিনের জন্য দাত্তুর মা গয়না বিক্রি করে বিচারক মূর্তিকে সাড়ে ৭ লক্ষ টাকা ঘুস দেন বলে অভিযোগ।
গত বছরের নভেম্বরে নামপল্লি-র প্রথম অতিরিক্ত মেট্রোপলিটন দায়রা বিচারক এস রাধাকৃষ্ণ মূর্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন টি শ্রীরঙ্গ রাও নামে এক আইনজীবী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vdCSqF
April 14, 2018 at 10:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন