শিলিগুড়িতে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ

শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের একটি নার্সিংহোমের ঘটনা। জানা গিয়েছে, ১৭ এপ্রিল কিডনিতে পাথর হওয়ায় চিকিৎসা করাতে ওই নার্সিংহোমে ভরতি হন বালুরঘাটের ভারত মহন্ত(৩৮)। ছুটি দেওয়ার কথা ছিল শনিবার। কিন্তু আজ সকালেই তাঁর বাড়ির লোককে ফোন করে জানানো হয়, রোগীর অবস্থা খারাপ। এরপর তড়িঘড়ি রোগীর আত্মীয় নার্সিংহোমে এলে তাঁদের ২ ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে বলা হয় রোগী হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। এরপরই ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সহকারী পুলিশ কমিশনার অচিন্ত্য গুপ্ত, ভক্তিনগর থানার আইসি অনুপম মজুমদার সহ বিশাল পুলিশবাহিনী। এলাকায় মোতায়েন পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তথ্য ও ছবিঃ রাহুল মজুমদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2F4eass

April 21, 2018 at 01:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top