হাইকোর্টে ৫ লক্ষ টাকা জরিমানা বিজেপির, স্থগিতাদেশ নির্বাচন প্রক্রিয়ায়

কলকাতা, ১২ এপ্রিলঃ কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলায় ফের ধাক্কা খেল বিজেপি। আদালতের কাছে তথ্য গোপন করার অভিযোগে বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি সুব্রত তালুকদার। এছাড়া নির্বাচন প্রক্রিয়ার ওপর ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশও দিয়েছেন বিচারপতি। ১৬ তারিখের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র পেশ সংক্রান্ত সমস্ত তথ্য পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন নির্বাচন কমিশনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশের প্রেক্ষিতে কমিশন কী কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি। ৯ ও ১০ এপ্রিল কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করার ইচ্ছাপ্রকাশ করেছেন, তা নিয়েও কমিশনকে প্রশ্ন করেন বিচারপতি। কিন্তু সেই সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি কমিশন। এরপরই নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করে সেই সব তথ্য জমা দিতে বলেন বিচারপতি। রাজ্য সরকারের তরফে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হলেও তা গ্রাহ্য করেননি বিচারপতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v4mg4M

April 12, 2018 at 01:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top