আদিবাসী মহিলাকে জুতো পরিয়ে চরণ-পাদুকা প্রকল্পের উদ্বোধন করলেন মোদি  

বীজাপুর(ছত্তিসগঢ়), ১৪ এপ্রিলঃ শনিবার ছত্তিসগঢ়ের বীজাপুরে চরণ-পাদুকা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন, এক আদিবাসী মহিলাকে নিজের হাতে জুতো উপহার দেন তিনি। শুধু উপহার দেওয়াই নয়, সেই মহিলাকে নিজের হাতে জুতো পরিয়েও দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে কেন্দু পাতা সংগ্রহকারীদের জুতো দেবে রাজ্য সরকার।

এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ওই এলাকায় গেলেন। সেখানে গিয়ে মোদি তাঁর ভাষণে বলেন, ‘ভীমরাও আম্বেদকরের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমি বীজাপুরে এসেছি। এখানকার মানুষকে বলতে চাই, ভারত সরকার আপনাদের সবরকম সহযোগিতায় বদ্ধপরিকর।’

এদিন বীজাপুরে আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HxPnQl

April 14, 2018 at 05:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top