ঢাকা, ২৮ এপ্রিল- ২০১৯ বিশ্বকাপ শুরু হতে এখনও ১৪ মাস বাকি। এর আগেই ঘোষণা হয়ে গেছে নির্ধারিত সূচিসহ ভেন্যু তালিকা। আগামী আসরে ১৯৯২ বিশ্বকাপের মতো রাউন্ড রবিন লিগ পদ্ধতি চলবে খেলা। এই নিয়মে সব দলই মুখোমুখি হবে অন্যদের সঙ্গে। বেড়েছে ম্যাচ, বাড়বে প্রতিদ্বন্দ্বিতাও। ১১টি ভেন্যুতে ৪৬ দিনের এই মেগা ইভেন্টে মোট খেলা হবে ৪৮ ম্যাচ। লিগে প্রত্যেকটি দলকে খেলতে হবে ৯টি ম্যাচ। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। সব কিছুই তো জানা হলো কিন্ত কতটা সাফল্য নিয়ে আসবে বাংলাদেশ দল? লিগ শেষ করে নক আউট পর্বে যেতে পারবেতো প্রিয় দল? এমন অনেক প্রশ্নই এখন থেকে মাথাচাড়া দিয়ে উঠছে সবার মনে। তেমনটা বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। আরও পড়ুন :সাকিবের শক্তি প্রায় ৬ মাস হয়ে গেলো কোচের পদ শূন্য পড়ে আছে। রদবদল এসেছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকায়ও। এতসব ঝামেলা মাথায় নিয়ে কতটা প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। আগামী বিশ্বকাপের সাফল্য নিয়েও সন্দিহান পাপন। গতকাল শুক্রবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে নিজের ভাবনাগুলো খোলাসা করেন। বিসিবি প্রধান বলেন, বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিতভাবে ভালো করবে এটা বলা মুশকিল। সেখানে যারা খেলবে তারা সবাই পরিক্ষিত দল। আমাদের চেয়ে অনেক ভালো দল অংশ নিচ্ছে। এমন আসরে ভালো খেলতে হলে দুটো জিনিস দরকার। একটি হচ্ছে ভালো খেলোয়াড় এবং অন্যটি হচ্ছে গোছানো দল। কিন্তু বর্তমানে আমরা দুদিক থেকেই পিছিয়ে। তিনি আরও যোগ করেন সেখানকার কন্ডিশনের কথা। আমাদের বেশিরভাগ জয় এশিয়ান দেশগুলোতে। সাব-কন্টিনেন্টের উইকেট থেকে ওখানকার কন্ডিশন একদমই ভিন্ন। তবুও আশা করবো আমাদের ছেলেরা ভালো কিছু দিতে পারবে। যেহেতু একদিনের ম্যাচ। যারা ভালো খেলবে, ফলাফল তাদের দিকেই থাকবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r7C1n5
April 29, 2018 at 12:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top