নয়াদিল্লি, ১৬ এপ্রিলঃ বিধবা হয়ে টিপ পরার অপরাধে পেনশন আটকে গেল ৭৭ বছরের এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে।
দ্রুত পেনশন সংক্রান্ত সব কাজ মিটিয়ে নেওয়ার জন্য পোর্ট ট্রাস্টের ইলেক্ট্রিকাল ও মেকানিকাল দপ্তরের সেটেলমেন্ট থেকে ওই বৃদ্ধার উপর চাপ সৃষ্টি করা হয়। জানা গিয়েছে, তাঁর স্বামী ১৯৯৩ সাল পর্যন্ত রাজাজি সালাইতে পোর্ট ট্রাস্টে কাজ করতেন। ২০১৮ সালের মার্চ মাসে ৮২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। বৃদ্ধা তাঁর প্রাপ্য টাকা বুঝে নিতে স্বামীর অফিসে যান ছেলে ও পুত্রবধূর সঙ্গে। সেখানে পেনশনের কাজের জন্য সংশ্লিষ্ট দপ্তরে মহিলার টিপ ও ফুল লাগানো ছবি নিয়ে গেলে সরকারি আধিকারিকরা খারাপ ব্যবহার করেন বৃদ্ধার বাড়ির লোকের সঙ্গে। তাঁদের বক্তব্য, একজন বিধবার টিপ ও ফুল সহ ছবি পেনশন ফর্মে শোভা পায় না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EPqRHu
April 16, 2018 at 05:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন