আইপিএলের জন্য পিছিয়ে গেল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ 

কলকাতা, ২৪ এপ্রিলঃ  ইংল্যান্ডে আয়োজিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাঁচ জুন। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের  খেলা ১৬ জুন। মঙ্গলবার, কলকাতায় আইসিসির চিফ একজিকিউটিভ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ঠিক ছিল ভারতের প্রথম ম্যাচ হবে ২ জুন। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লোধা কমিটির তৈরি করা নিয়ম। কারণ ২০১৯ সালের আইপিএল চলবে ১৯ মে পর্যন্ত। অপরদিকে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। কিন্তু, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, আইপিএল ফাইনাল ও আন্তর্জাতিক সূচির মধ্যে ১৫দিনের ব্যবধান থাকতে হবে। সেই কারণেই, ভারতে প্রথম ম্যাচ ২ জুনের পরিবর্তে তিন দিন পিছিয়ে পাঁচ জুন করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HsVwfX

April 24, 2018 at 07:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top