দাউদ ইব্রাহিমের ৩ সহযোগী গ্রেফতার

নয়াদিল্লি, ১৩ এপ্রিলঃ দেশে সন্ত্রাস রুখতে বড়সড় সাফল্য দিল্লি পুলিশের। দাউদ ইব্রাহিমের তিন সঙ্গী ধরা পড়ল দিল্লি পুলিশের হাতে। জানা গিয়েছে, এক ধর্মীয় নেতাকে খুন করে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যেই এরা চক্রান্ত করছিল।

দাউদ ইব্রাহিমের এই তিন সঙ্গী হল আরিফ, আবরার ও সেলিম। জানা গিয়েছে, শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভীকে খুনের পরিকল্পনা করেছিল এরা। দেশে নির্বাচনের আগে বড়সড় সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ সৃষ্টি করাই ছিল তাদের লক্ষ্য। গত পাঁচ মাস ধরে তাদের কাজকর্মের ওপর লক্ষ্য রেখেছিলেন গোয়েন্দারা। অবশেষে গোয়েন্দা দপ্তর থেকে সবুজ সংকেত পেয়ে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ।
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাইছেন না দিল্লি পুলিশের কর্তারা। শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টে ধৃতদের তোলা হবে বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EL0zq0

April 13, 2018 at 12:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top