ওয়াশিংটন, ১২ এপ্রিলঃ টুইটারের সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি ২০১৭ সালে এই নিয়ে টানা তিন বছর বিনা বেতনে কাজ করেছেন।
মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করা এক বয়ানে সংস্থার তরফে জানানো হয়েছে, টুইটারের জন্য দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা ও বিশ্বাসের দলিল হিসেবে ২০১৭ সালের সমস্ত ধরণের আর্থিক অনুদান প্রত্যাখ্যান করেছেন।
তবে, ডোরসির হাতে সংস্থার বিপুল পরিমাণ শেয়ার রয়েছে। ২০১৮ সালের শুরু থেকে যার মূল্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ২ এপ্রিল অনুযায়ী, ডোরসির হাতে ১.৮ কোটি শেয়ার রয়েছে, যার বর্তমান মূল্য ৫২৯ মিলিয়ন মার্কিন ডলার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qsxdaG
April 12, 2018 at 06:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন