গুজরাট দাঙ্গায় বেকসুর খালাস মায়া কোদনানি

নয়াদিল্লি, ২০ এপ্রিলঃ প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেত্রী মায়া কোদনানি, যিনি ২০০২ সালের গুজরাটে নারোদা পাটিয়া দাঙ্গায় অভিযুক্ত হিসেবে ২৮ বছরের সাজা পেয়েছিলেন, আজ গুজরাট হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস করল। এই মামলায় গণপত ও হরেশ ছড়াকেও আদালত বেকসুর খালাস করেছে। এই ঘটনায় অপর অভিযুক্ত বজরং দলের নেতা বাবু বজরঙ্গীর সাজা বহাল রাখল আদালত।

গোধরা কাণ্ডে ট্রেনে আগুন লাগার একদিন পরই ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি বনধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ। সেদিন আহমেদাবাদের নারোদা পাটিয়া এলাকায় একটি জমায়েত থেকে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

সেদিনের উত্তেজিত পরিস্থিতিতে মৃত্যু হয় ৯৭ জনের। আহত হন ৩৩ জন। এই ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। সেই তালিকায় ছিলেন তৎকালীন মন্ত্রী ও নারোদা অঞ্চলের বিজেপি বিধায়ক মায়া কোদনানি, প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদ নেতা বাবু বজরঙ্গী সহ আরও অনেকে।

৪৬ জনকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। ২০০৮ সালে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালের আগস্ট মাসে এই মামলার প্রথম শুনানি শুরু হয়। ২০১২ সালে মায়া কোদনানি সহ ৩২ জনকে কারাদণ্ড দেয় আদালত। কাউকে ২৮ বছর, কাউকে ১৪, ২১ বছর ও কাউকে আজীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়।

এই মামলায় অভিযুক্তরা গুজরাট হাইকোর্টে মামলা করে। সেই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাইকোর্টের রায়ে এদিন বেকসুর খালাস পেলেন মায়া কোদনানি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HOBsWr

April 20, 2018 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top