মুম্বাই, ১৪ এপ্রিল- ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন শ্রীদেবী (মরণোত্তর)। রবি উদায়ার পরিচালিত মম তাকে এ রাষ্ট্রীয় সম্মান এনে দিলো। এবারই প্রথম সেরা অভিনেত্রীর মুকুট পেলেন প্রয়াত শ্রীদেবী। মাত্র ১৯ বছর বয়সে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলে নিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন। কৌশিক গাঙ্গুলীর নগরকীর্তন ছবিতে দারুণ অভিনয়ের জন্য এই স্বীকৃতি দেওয়া হল তাকে। ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও পেয়েছে ছবিটি। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার পেয়েছে অতনু ঘোষের ময়ূরাক্ষী। সেরা ছবির পুরস্কার পেয়েছে অসমীয়া ছবি ভিলেজ রকস্টারস, সেরা হিন্দি ছবি নিউটন, সেরা জনপ্রিয় ছবি বাহুবলী: দ্য কনক্লুশন। সেরা তেলুগু ছবি ও স্পেশাল এফেক্ট পুরস্কারও পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ছবিটি। আরও পড়ুন:যেসব বলিউড তারকা গোপনে বিয়ে করেছেন! সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে টয়লেট এক প্রেম কথা ছবির গোরি তু লাঠ মার গানটি। মম ছবির আবহ সুরের জন্য পুরস্কৃত হয়েছেন এ আর রহমান। সূত্র: বাংলানিউজ২৪ এমএ/ ০১:৫৫/ ১৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H134pQ
April 14, 2018 at 07:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন