সুইডেনে গেলেন মোদি, মঙ্গলবার পৌঁছোচ্ছেন লন্ডনে

নয়াদিল্লি, ১৬ এপ্রিলঃ পাঁচদিনের সফরে সোমবার সুইডেনে গেলেন নরেন্দ্র মোদি। গত ৩০ বছরে এদেশের কোনো প্রধানমন্ত্রী সুইডেনে সফর করেননি। ১৯৮৮ সালে স্টকহোমে গিয়েছিলেন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি। সেদিক থেকে মোদি-ই ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি সুইডেন সফরে গেলেন। তবে সুইডেন যাওয়ার পথে মোদি বার্লিনে নামবেন। সেখানে জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। শুধু সুইডেনই নয়, নরওয়ে, ফিনল্যান্ডে, ডেনমার্ক ও আইসল্যান্ডের নেতাদের সঙ্গেও তিনি স্টকহোমে বৈঠক করবেন।

কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির সরকার-প্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে মঙ্গলবার স্টকহোম থেকে লন্ডনে পৌঁছোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তাঁকে অভ্যর্থনা জানাতে নজিরবিহীন সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে ব্রিটেনে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H3Bp7W

April 16, 2018 at 11:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top