নয়াদিল্লি, ১৬ এপ্রিলঃ পাঁচদিনের সফরে সোমবার সুইডেনে গেলেন নরেন্দ্র মোদি। গত ৩০ বছরে এদেশের কোনো প্রধানমন্ত্রী সুইডেনে সফর করেননি। ১৯৮৮ সালে স্টকহোমে গিয়েছিলেন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি। সেদিক থেকে মোদি-ই ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি সুইডেন সফরে গেলেন। তবে সুইডেন যাওয়ার পথে মোদি বার্লিনে নামবেন। সেখানে জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। শুধু সুইডেনই নয়, নরওয়ে, ফিনল্যান্ডে, ডেনমার্ক ও আইসল্যান্ডের নেতাদের সঙ্গেও তিনি স্টকহোমে বৈঠক করবেন।
কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির সরকার-প্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে মঙ্গলবার স্টকহোম থেকে লন্ডনে পৌঁছোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তাঁকে অভ্যর্থনা জানাতে নজিরবিহীন সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে ব্রিটেনে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H3Bp7W
April 16, 2018 at 11:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন