শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ শিলিগুড়িতে আবাসন দপ্তরের সরকারি ঘর দখল করে সেগুলি ভাড়া দিয়ে মোটা টাকা আদায় করছে একটি চক্র। পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডে মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় একের পর এক সরকারি আবাসনের ঘর চলে গিয়েছে ওই চক্রের হাতে। দখল করা আবাসনের ঘরগুলিকে গুদাম বানিয়েও ভাড়া দিচ্ছে চক্রটি। যাবতীয় অবৈধ কাজ হচ্ছে আবাসন ডিরেক্টরেটের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের একের ডগায়। ওই এলাকাতেই অবৈধভাবে নিকাশিনালার উপর পাকা অফিস বানিয়ে কারবার চালাচ্ছে চক্রটি। সেই অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নাম করে টাকা আদায় করা হচ্ছে। দীর্ঘদিন থেকে ওই কারবার চললেও কেন ব্যবস্থা গ্রহণ করছে না আবাসন দপ্তর, তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলেই। তাঁর দপ্তর থেকে কয়েক পা দূরেই থাকা আবাসন দখলের খবর তিনি জানেনই না, এমনই বক্তব্য আবাসন দপ্তরের শিলিগুড়ি এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অমিতকুমার সাহার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uPHJht
April 05, 2018 at 05:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন