তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

সুরমা টাইমস ডেস্ক::     বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আজ রবিবার চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ স্কাউটের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আজ রবিবার সকালে হেলিকপ্টারে হাইমচর উপজেলায় পৌঁছে প্রধানমন্ত্রী সেখানে চরভাঙ্গায় ষষ্ঠ কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে তিনি জেলা সদরে যাবেন এবং চাঁদপুর স্টেডিয়াম থেকে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তিনি আট বছর পর চাঁদপুর সফরে এসেছেন। জেলা হাইমচর উপজেলার সড়কগুলো সুসজ্জিত করা হয়েছে।
তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে।

এ ছাড়া আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী দলীয় নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন।

চাঁদপুরে সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ স্কাউটের ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন ও আওয়ামী লীগের জনসভায় অংশ নিতে চাঁদপুরে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তিনি স্কাউট সমাবেশে যোগ দিয়েছেন।

চাঁদপুর সফরের শুরুতে আজ রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে হাইমচরের চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

জনসভায় যোগ দেয়ার আগে স্টেডিয়ামেই জেলার ৪৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২৫ এপ্রিল চাঁদপুর সফর করেছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2JcI0yo

April 01, 2018 at 05:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top