জেসিকা লাল খুনে দোষী সাব্যস্ত মনু শর্মা এখন মুক্ত জেলে

নয়াদিল্লি, ২৩ এপ্রিলঃ নাম সিদ্ধার্থ বশিষ্ঠ। সকাল আটটায় ‘বাড়ি’ থেকে কাজে যান। ফিরতে ফিরতে সন্ধ্যা ৬টা বেজে যায়। আর পাঁচটা চাকুরিজীবীর সঙ্গে কোনো তফাত নেই । কিন্তু সিদ্ধার্থের বাড়ির ঠিকানা দেখলে চমকে যেতে হবে। কাজ সেরে তিনি যেখানে ফিরে আসেন সেটি দিল্লির তিহার সেন্ট্রাল জেল। আর চাকরিজীবীটিও যে সে কেউ নন, মডেল জেসিকা লাল খুনে দোষী সাব্যস্ত সিদ্ধার্থ বশিষ্ঠ ওরফে মনু শর্মা। ২০০৬ সাল থেকে তিহার জেলে বন্দি মনু। জেসিকা লালকে খুনের অভিযোগে তাঁকে যাবজ্জীবন সাজা দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই সাজা শেষ হতে এখনও ৩ বছর বাকি। গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় ১৫ বছর জেলে কাটিয়েছে মনু। কিন্তু ভালো আচরণের জন্য তাঁর পুনর্বাসনের ব্যবস্থা করেছে তিহার কর্তৃপক্ষ। তাঁকে সাধারণ জেল থেকে মুক্ত জেলে স্থানান্তরিত করা হয়েছে।  মনু সঙ্গে একই সুযোগ দেওয়া হয়েছে আরও চার বন্দিকে।

সূত্রের খবর, বর্তমানে এসভিএফ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত মনু। সংগঠনের তরফে বিভিন্ন জেলে বন্দিদের মধ্যে কাদের পুনর্বাসন বা  সাহায্যের প্রয়োজন, তাঁদের চিহ্নিত করার কাজ করেন মনু।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hl8qQZ

April 23, 2018 at 11:21PM
23 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top