নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ দেশের বেশ কয়েকটি রাজ্যে আচমকাই শুরু হয়েছে অর্থসংকট। তালিকায় রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি। টাকা নেই এটিএমে। হাত তুলে দিচ্ছে ব্যাংকও।
ফের নোটবাতিলের স্মৃতি উষ্কে দিচ্ছে এই ক্যাশলেস এটিএম। টাকার জন্য এটিএমে ঘুরে হয়রান হয়ে যাচ্ছেন মানুষ। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এই অসুবিধে সাময়িক, সামনে উৎসব থাকায় ব্যাংকে আপাতত নগদ কম, তবে সমস্যা খুব শিঘ্রই মিটে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ২-১ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি করেছে তারা।
এবিষয়ে আলোচনা করতে আজ বৈঠক ডেকেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকেও চিঠি লিখতে পারেন তিনি।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান অবশ্য গোটা ঘটনায় ষড়যন্ত্র হিসেবে দেখছেন। কৃষকদের এক সভায় তিনি বলেছেন, ষড়যন্ত্র করে ২,০০০ টাকার নোট গায়েব করে দেওয়া হচ্ছে।
তবে সমস্যা সব থেকে বেশি বিহারে। শুধু বেসরকারি নয়, সরকারি ব্যাংকগুলিরও একই অবস্থা। গুজরাতেও অর্থ সমস্যার কথা বলছেন স্থানীয় মানুষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ESxjh0
April 17, 2018 at 01:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন