হায়দরাবাদ, ১৬ এপ্রিলঃ ২০০৭ সালের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় ৫ অভিযুক্তকেই বেকসুর খালাস করল বিশেষ এনআইএ আদালত। জানা গিয়েছে, মোট ১০ জনের এই মামলায় অভিযুক্ত হিসাবে নাম ছিল। তবে বিচারের মুখোমুখি হন ৫ জন। দেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভরত মোহনলাল রত্নেশ্বর ওরফে ভরত ভাই ও রাজেন্দ্র চৌধুরি।
২০০৭ সালে মক্কা মসজিদে ঘটা নাশকতায় ৯ জন নিহত হন, জখম হন ৫৮ জন। বিচার পর্বে ২২৬ জন সাক্ষীকে পরীক্ষা করা হয়, ৪১১টি নথি পেশ হয় আদালতে। স্বামী অসীমানন্দ ও ভারত মোহনলাল রত্নেশ্বর জামিনে ছাড়া পান আগেই। বাকি তিনজন বিচারবিভাগীয় হেপাজতে ছিলেন এখানকার সেন্ট্রাল জেলে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JOCHFF
April 16, 2018 at 02:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন