জন্মের ২ মিনিটের মধ্যেই আধার কার্ড

নয়াদিল্লি, ২৭ এপ্রিলঃ জন্মের দুই মিনিটের মধ্যে আধার নম্বরের জন্য আবেদন করা হল মহারাষ্ট্রের খামগাঁওয়ের সাচির।

জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল মেয়ের জন্মের ১ মিনিট ৪৮ সেকেন্ডের মধ্যে কম্পিউটারে আধার তালিকায় নাম নথিভুক্ত করেছে তার বাবা। তবে আধার কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ৫ বছরের আগে কোনও শিশুর বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয় না। বাবা মায়ের পরিচিতির ভিত্তিতে তার মুখের ছবি তুলে ও অন্যান্য তথ্য সংগ্রহ করে আধার নম্বর দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JxEwpc

April 27, 2018 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top