যোধপুর, ০৬ মার্চ- কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে ফেঁসে যোধপুর জেলে কাটল সুপারস্টার সালমান খানের প্রথম রাত। তবে কাল থেকে এ পর্যন্ত জেলের খাবার ছুঁয়েও দেখেননি তিনি। আর থাকছেন মেঝেতেই। যোধপুর জেলের ১০৬ নম্বর কয়েদি হিসেবে জেলের ২ নম্বর ব্যারাকের ২ নম্বর সেলে আছেন সালমান খান। ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত আসারাম বাপুর পাশের সেলেই আছেন তিনি। জেলে আসার পর গতকাল রাতে সালমান খানকে খেতে দেওয়া হয় ছোলার ডাল, বাঁধাকপির তরকারি আর রুটি। সেগুলো খাননি তিনি। আজ শুক্রবার সকালে দেওয়া হয় ছোলা, গুড়, এক কাপ চা ও খিচুড়ি। এগুলোও মুখে তোলেননি তিনি। জানা যায়, গতকাল রাতে সালমানের ম্যানেজার তাঁকে বেশ কিছু পোশাক ও স্ল্যাকস দিতে যান। কিন্তু পোশাক পৌঁছালেও স্ন্যাকস পৌঁছায়নি তাঁর কাছে। তবে বাকি কয়েদিদের সঙ্গে জেলের পানি পান করেছেন তিনি। আপত্তি তোলেননি। বাকিদের মতোই জেলের শৌচাগারও ব্যবহার করেছেন। রাতে শোয়ার জন্য সালমানকে একটা কাঠের খাট দেওয়া হয়। কিন্তু বিছানায় না ঘুমিয়ে মেঝেতেই শুয়ে রাত কাটিয়েছেন তিনি। জেলের তরফ থেকে সালমানকে চারটি কম্বল দেওয়া হয়। আরও পড়ুন:জামিন পেলেন না সালমান, রায় কাল যোধপুর কেন্দ্রীয় জেল সূত্রে জানা যায়, সেই কম্বল তিনি ব্যবহার করেননি। শেষ রাতের দিকে ঘুমান তিনি। জেলে ঢোকার প্রথমেই সালমান খানের রক্তচাপ বেড়ে যায় বলে জানা যায়। পরে অবশ্য তা স্বাভাবিক হয়ে আসে। সালমান খানের জামিনের আবেদনের শুনানি হবে। যোধপুর সেশন কোর্টে সকাল সাড়ে ১০টা নাগাদ সালমান খানকে নিয়ে যাওয়ার কথা। তাই সকাল থেকেই যোধপুরের কেন্দ্রীয় জেলে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তারক্ষী। সূত্র: এনটিভি এমএ/ ০৮:০০/ ০৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JqJbdz
April 07, 2018 at 02:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন