বৌদ্ধ ধর্ম বেঁধেছে দু’দেশকে, মঙ্গোলিয়ায় বললেন সুষমা

উলানবাতোর, ২৬ এপ্রিলঃ বিদেশমন্ত্রী হিসাবে প্রথম মঙ্গোলিয়া সফরের দ্বিতীয় দিনে, দু’দেশের যৌথ আধ্যাত্মিক ঐতিহ্যের কথা স্মরণ করালেন সুষমা স্বরাজ। ৪২ বছরে এই প্রথম কোনও ভারতীয় বিদেশমন্ত্রী উলানবাতোরে পৌঁছালেন।

বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাগিন বাতেলগা-র সঙ্গে সাক্ষাত্ করেন সুষমা স্বরাজ। সেখানে তিনি বলেন, মঙ্গোলিয়ার সঙ্গে ভারতের সংস্কৃতি, ধর্ম এবং বিশ্বাসের যৌথ ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r0IY9n

April 26, 2018 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top