রায়গঞ্জ, ৩০ এপ্রিলঃ স্বামীনাথের মেলা থেকে বাড়ি ফেরার পথে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন চারজন। স্থানীয় বাসিন্দারা জখম ব্যাক্তিদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ইটাহার থানার দক্ষিণাল এলাকায়। দুটো বাইকের সংঘর্ষে একটি বাইক রাস্তার পাশে ছিটকে পড়ে যাওয়ায় পাশ দিয়ে যাওয়া একটি ভুটভুটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দা বৈদ্যনাথ দেব শর্মা বলেন, ‘দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে একটি বাইক রাস্তার পাশে ছিটকে যাওয়ায় বিপরীত দিক থেকে আসা ভুটভুটি ব্রেক কষতে গিয়ে উল্টে যায়।’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম ব্যাক্তিরা হলেন উৎপল বর্মন, ধামরু বর্মন, শঙ্কর বর্মন। বাড়ি ইটাহার থানার পারধা গ্রামে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। অন্যদিকে ভুটভুটিতে থাকা দু বছরের শিশু কন্যা তিথি দেবশর্মা মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। শিশুটির চিকিৎসা চলছে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HH07eo
April 30, 2018 at 08:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন