সুরমা টাইমস ডেস্কঃঃ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘যাহা ৫৭, তাহাই ৩২। এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতেই এ আইন করছে সরকার। ’
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।তিনি।
আবদুর রব বলেন, ‘জনগণের সবচাইতে বড় শক্তি হচ্ছে আইনের শাসন ও কোর্ট-কাচারি। কিন্তু আজ দেশে আইনের শাসন নেই, ভোটাধিকার নেই। মাত্র দুই কোটি টাকার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। অথচ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। সরকার দলীয় লোকজন ব্যাংক লুট ও মূলধন খেয়ে ফেলেলেও তার বিচার হচ্ছে না।’
তিনি বলেন, ‘সমৃদ্ধশীলজাতি বা উন্নত জাতি হিসেবে টিকে থাকার জন্য স্থিতিশীলতা, গণতন্ত্র, মৌলিক অধিকার, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা দরকার। দেশে এখন আইনের শাসন, ন্যায়বিচার ও সংবাদপত্রের স্বাধীনতা না থাকায় সব ম্লান হয়ে যাচ্ছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জেএসডির সহসভাপতি তানিয়া রব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মনছুরুল হক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GYhiv7
April 07, 2018 at 02:21AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন