স্কুলের ফি বৃদ্ধিতে রাশ টানতে বিল আনতে চলেছে রাজ্য সরকার

কলকাতা, ২৫ এপ্রিলঃ  উত্তোরোত্তর বৃদ্ধি পাওয়া বেসরকারি স্কুলের ফি-তে রাশ টানতে গতবছর একটি কমিটি তৈরি করেছিল সরকার৷ কিন্তু তারপরেও কাজ না হওয়ায় এবার স্কুলে ফি বৃদ্ধিতে রাশ টানতে আইন তৈরি করতে চলেছে সরকার৷ সূত্রের খবর, পঞ্চায়েত ভোট মিটলেই বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করবে শিক্ষা দপ্তর৷

প্রস্তাবিত আইনে একটি কমিটির কথা বলা হয়েছে৷ কমিটিতে স্কুল এবং রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকবেন৷ বিলের প্রাথমিক খসড়াও তৈরি হয়ে গিয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যে সব বোর্ডের সরকারি এবং বেসরকারি স্কুল এই কমিটির আওতাভুক্ত হবে৷ জানা গিয়েছে, শিক্ষাবর্ষ চলাকালীন ফি বৃদ্ধি চলবে না। ১০ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না৷
শিক্ষক-শিক্ষিকাদের মান, ছাত্রসংখ্যা ইত্যাদির ভিত্তিতে স্কুলগুলিকে প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক- এই পাঁচটি ভাগে ভাগ করা হবে৷ এই বিভাজনের ভিত্তিতে ফি বৃদ্ধি নির্দিষ্ট হবে৷ ফি বাড়ানোর আগে অভিভাবকদের সঙ্গে কর্তৃপক্ষকে বৈঠকে বসতে হবে৷ তারপরে বিষয়টি উপস্থাপন করতে হবে সরকারের তৈরি করে দেওয়া কমিটির কাছে৷ ফি কতটা বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওই কমিটি৷ স্কুলের ওয়েবসাইটে ফি এবং ফি বৃদ্ধির কথা জানাতে হবে৷ যৌন হেনস্থা-সহ অন্যান্য সমস্যা দেখার জন্যও একটি কমিটি তৈরি করতে হবে স্কুলকে৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vHKJgi

April 25, 2018 at 04:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top