মুদ্রাস্ফীতির পূর্বাভাস কমাল আরবিআই

নয়াদিল্লি, ৫ এপ্রিলঃ অপরিবর্তিত থাকল রেপো ও রিভার্স রেপো রেট। বৃহস্পতিবার আরবিআই গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বাধীন ৬ সদস্যর কমিটি জানিয়েছে, এনিয়ে টানা চতুর্থবার রেপো রেট ৬ শতাংশ ও রিভার্স রেপো রেট ৫.৭৫ শতাংশ আছে। ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ৫.১ শতাংশ থেকে ৫.৬ শতাংশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৪.৭ থেকে ৫.১ শতাংশের মধ্যে মুদ্রাস্ফীতির হার থাকার পূর্বাভাস দিয়েছে আরবিআই। ২০১৮-১৯ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৭.৪ শতাংশ হতে পারে বলে আশাবাদী রিজার্ভ ব্যাংক।

রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার বর্ষা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার ঠিকমতো ফসল সরবরাহ করলে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Epaa5j

April 05, 2018 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top