২০১১ বিশ্বজয়ী ভারতীয় দলের এক সদস্য ম্যাচ ফিক্সিংয়ে জড়িত। দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া এক্সপ্রেসের এই দাবিকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই সদস্য দেশে জার্সিতে তিন ফরম্যাটেই খেলেছেন। এখন অবশ্য জাতীয় দলে নেই। বিষয়টি তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইডি। তবে জড়িত ওই ক্রিকেটারের নাম জানানো হয়নি। রাজস্থানের জয়পুরে গত জুলাইতে বসেছিল রাজপুতানা প্রিমিয়ার লিগের আসর। টি-টুয়েন্টির এই টুর্নামেন্ট ঘিরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। গতবছরই বিসিসিআইয়ের দুর্নীতিদমন শাখার নজরে আসে বিষয়টি। এরপর রাজস্থান পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে। রাজস্থানের ক্লাব ক্রিকেটাররাই ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। খেলাগুলোর সরাসরি সম্প্রচার হয়েছিল নিও স্পোর্টসে। যারা আগে বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্ব পেয়েছিল। সূত্রের বরাতে ইন্ডিয়া এক্সপ্রেস জানাচ্ছে, রাজস্থান পুলিশ এই গড়াপেটা চক্রের মূলহোতাকে খুঁজে বের করেছে। যিনি ২০১১ বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য। ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই প্রতিনিধিত্ব করেছেন। ধোনির বিশ্বজয়ী দলের এ সদস্যই আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখতেন। যদিও সেই ক্রিকেটারটি রাজস্থানের টুর্নামেন্টে অংশ নেননি। মাঠের বাইরে থেকেই গোটা বিষয়টি তদারকি করতেন। রাজস্থানের টুর্নামেন্ট একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারে দলের বোলিং নিয়ে সবার মনে সন্দেহ জাগে। ওই ওভারে ১ বলে ১২ রান লাগে এমন পরিস্থিতিতে ব্যাটিং দল অদ্ভুতভাবে জিতে যায়। শেষ বলটি করতে বোলার লেগসাইডের অনেক বাইরে বল করেন। ওয়াইড-চার থেকে আসে ৫ রান। পরের বলটি কোমরের ওপরে করে দেন নো। ব্যাটসম্যান তাতে এক রান দৌড়ে নেন। আসে ২ রান। ফ্রি হিটের সংকেত দেন আম্পায়ার। পরের বলটি আবারও লেগের অনেক বাইরে ওয়াইড-চার দেন বোলার! ১ বলে ১২ রানের সমীকরণ মিলিয়ে জিতে যায় ব্যাটিং দল। আরও পড়ুন:আইপিএল স্থগিতে হাইকোর্টে আবেদন বিসিসিআই পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় রাজস্থান পুলিশকে। ঘটনার তদন্তে নেমে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে গত জুলাইতে জয়পুরের এক হোটেল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, ছাড়াও ল্যাপটপ, ওয়াকিটকি পাওয়া যায়। যদিও অভিযুক্তরা এখন জামিন পেয়ে গেছেন। গত বছরের নভেম্বরে পুরো ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয় রাজস্থান পুলিশের সিআইডি দলকে। এরপরই ঘটনার মূলহোতা হিসেবে উঠে আসে ২০১১র বিশ্বজয়ী দলের ওই সদস্যের নাম। সিআইডি তদন্তের স্বার্থে ওই ক্রিকেটারের নাম জানায়নি। এমএ/ ০৭:৫৫/ ০৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qbyjIx
April 07, 2018 at 02:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন