মহাভারতের যুগেও ভারতে ছিল ইন্টারনেট-স্যাটেলাইট, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ এপ্রিলঃ ইন্টারনেট ও স্যাটেলাইট নতুন কিছু নয়। মহাভারতের যুগেও তা ছিল বলে মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লক্ষাধিক বছর আগে ভারতেই প্রথম ইন্টারনেটের আবির্ভাব হয়েছিল। আগরতলায় এক অনুষ্ঠানে নিজের ভাষণে এমনটাই দাবি করলেন ত্রিপুরায় সদ্য মুখ্যমন্ত্রী পদে বসা বিপ্লব দেব।

আগরতলায় প্রজ্ঞা ভবনে মঙ্গলবার কম্পিউটারইজেশন অ্যান্ড রিফর্মস শীর্ষক একটি আলোচনায় অংশ নেন তিনি। সেখানে বলেন, “মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ ছিল। তা না হলে ধৃতরাষ্ট্রকে কীভাবে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ দিয়েছিলেন সঞ্জয়? এর অর্থ তখন ইন্টারনেট, স্যাটেলাইট ছিল। তখন থেকেই আমাদের দেশে প্রযুক্তি ছিল।” তাঁর এরূপ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হাসি-ঠাট্টা, রসালো কটাক্ষের বাণ ডেকেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H7LMvA

April 18, 2018 at 12:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top