শিশু ধর্ষণ রুখতে মৃত্যুদণ্ডে শিলমোহর কেন্দ্রের

নয়াদিল্লি, ২১ এপ্রিলঃ শিশু-ধর্ষণে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার অর্ডিন্যান্সে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।  ১২ বছরের নীচের শিশুকে ধর্ষণে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে৷ এ দিন প্রধানমন্ত্রীর বাসভবনে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়৷ জানা গিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে পকসো আইনে নির্দিষ্ট পরিবর্তন আনার জন্য চেষ্টা সংসদে সম্মতি পাওয়ার চেষ্টা চালানো হবে৷ এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্যে ফাস্টট্র্যাক আদালত গঠনের আবেদনও জানানো হয়েছে। এছাড়া দ্রুত ফরেন্সিক পরীক্ষা করার দিকেও নজর দেওয়ার সুপারিশ করা হয়েছে।

০ থেকে ১২ বছরের শিশুদের যৌন নির্যাতন থেকে রুখতে ২০১২ সালে পকসো আইন প্রণয়ন করা হয়েছিল। বর্তমান আইন অনুযায়ী, ১২ বছরের নীচের শিশুকে ধর্ষণে সর্বোচ্চ যাবজ্জীবন থেকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ ছিল। এবার সেটা পরিবর্তন করে আনা হল কঠোর আইন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JbETG2

April 21, 2018 at 04:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top