লখনউ, ১২ এপ্রিলঃ শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় এক তরুণীকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়।
ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই ওই তরুণীকে উত্যক্ত করছিল। মঙ্গলবার রাতে ওই তরুণী যখন বাড়িতে একা ছিলেন, তখন জোর করে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। বাধা পেয়ে সে মেয়েটিকে মারধর করার পর তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়। সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে জ্বালিয়ে দেয় অভিযুক্ত। এরপর মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫২ ও ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HaTrbJ
April 12, 2018 at 03:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন