কলকাতা, ১ এপ্রিলঃ টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে একত্রিত হয়েছিল দল। কার্যত অনুশীলন ছাড়াই টুর্নামেন্ট শুরু করে ফাইনালের দরজা খুলে ফেলা। সেই স্বপ্নের উড়ানে ভর করেই রবিবার দুপুরে সন্তোষ ট্রফির ফাইনাল খেলতে নামছে বাংলা। যুবভারতীতে প্রতিপক্ষ কেরল। আজকের ফাইনাল জিতলে ৩৩ বার সন্তোষ ট্রফি জিতবে বাংলা। মাঠের লড়াইয়ের পাশাপাশি নিজেদের চেনানোর লড়াই স্বল্প পরিচিত ফুটবলারদেরও। বাংলার অধিনায়ক জিতেন মুর্মুর ইস্টবেঙ্গলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও বাকিরা খেলেন কাস্টমস, পাঠচক্র বা রেনবোতে। আজ জিতলে বিদ্যাসাগর সিং, তীর্থঙ্কর সরকাররা বড়ো টিমে জায়গা করে নেওয়ার দাবিদার হয়ে উঠতে পারেন। গ্রুপের শেষ ম্যাচে কেরলের কাছে হারতে হয়েছিল বাংলাকে। যদিও সেদিন প্রথম টিম নামাননি কোচ রঞ্জন চৌধুরি। ফলে ফাইনালের লড়াই একদমই আলাদা হতে চলেছে। কোচ রঞ্জন চৌধুরি বলেন, গ্রুপ স্তরে ওদের কাছে হারটা ছেলেদের তাতিয়ে তুলেছে। কেরলকে হারিয়ে খেতাব জয়ের আলাদা তাগিদ রয়েছে। তবে কেরল ভালো দল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jb5vaQ
April 01, 2018 at 12:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন