ছাত্রলীগ নেতা রনির উপর মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে প্রাণের ৭১-এর মানববন্ধন

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রাণের ৭১-এর উদ্যোগে সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাণের ৭১-এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শিবলী আনোয়ারের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা খালেদ আহমদ সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর মাহমুদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি তারেক হাসান, মহানগর যুবলীগ সদস্য এসডি সুমেল, ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ছাত্রলীগের সদস্য রাব্বী, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা হাসান নাজমুল, সাইফুল ইসলাম, গাছবাড়ী ছাত্রলীগ নেতা পিন্টু, ছাত্রলীগ নেতা নরুল হোসেন নুরু, রূপক, সুমন, ফজল আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা সালেহ আহমদ, আব্দুল কাহির, এহিয়া খান।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে রনির উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং প্রকৃত দুস্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। – বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Hr4Zbq

April 24, 2018 at 06:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top