মুর্শিদাবাদ, ১১ এপ্রিলঃ গভীর রাতে কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। অভিযোগ, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের বহরমপুর থানার সুতিরমাঠ এলাকার পাঁচজন কংগ্রেস প্রার্থীর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। প্রাণে মারার হুমকি দেওয়া হয় তাঁদের। এমনকি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে মনোনয়ন প্রত্যাহার পত্রে সই করিয়ে নেওয়ার অভিযোগ। সমস্ত অভিযোগের তির তৃণমূলের দিকে।
জানা গিয়েছে, তিনজন মহিলা কংগ্রেস প্রার্থী সহ ৫ জন ভাকুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী। গতকালের দুষ্কৃতী হামলার ঘটনার কথা জানতে পেরে সেখানে যান কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী সহ দলীয় নেতৃত্বরা। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
যদিও এধরনের কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি সুব্রত সাহা। তাঁর দাবি, তাঁর দলের কোনো কর্মী ওই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JCwCf5
April 11, 2018 at 02:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন