“নগরীতে অর্থ আত্মসাতের মামলায় একজন কারাগারে”

নিজস্ব প্রতিবেদক ::    সিলেটে পনের লাখ টাকা আত্মসাতের মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার এ মামলার আসামী মতিউর রহমান মতিন আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী জানান, সিলেটের জালালাবাদ থানার গোয়াবাড়ি এলাকার চান মিয়ার পুত্র আসামি মতিউর রহমান মতিন বাদী পক্ষের কাছ থেকে লভ্যাংশ প্রদানের শর্তে বিভিন্ন সময়ে পনের লক্ষ টাকা ধার নেন। কিন্তু পরবর্তীতে সে টাকা তিনি বাদী পক্ষকে ফেরত দিতে অস্বীকার করেন। পরে মামলার বাদী সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা শিউলি ইয়াসমিন আদালতে অর্থ আত্মসাতের মামলা করেন। অর্থ লেনদেনের বিষয়ে চুক্তিপত্র থাকায় এবং বিবাদী সে টাকা না দেওয়ায় বিচারক জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নথি থেকে জানা যায়, বাদী শিউলি ইয়াসমিনের কাছ থেকে ২০১০ সালের ১লা মে কয়েকজনকে স্বাক্ষী রেখে ধার হিসেবে পনের লাখ টাকা গ্রহণ করেন মতিন। সে টাকা বাদীকে পাঁচ বছরের মধ্যে লভ্যাংশসহ ফেরত দেওয়ার কথা থাকলেও আসামি তা পরিশোধ করেননি। উল্টো তিনি টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।

পরে এ ঘটনায় বাদী সিলেটের মহানগর হাকিম ২য় আদালতে মামলা দায়ের করেন।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2qfJpeN

April 08, 2018 at 09:41PM
09 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top