পুলিশ চেয়ে চার রাজ্যকে নবান্নের চিঠি

কলকাতা, ২৮ এপ্রিলঃ পঞ্চায়েত ভোটের নিরাপত্তা চেয়ে পার্শ্ববর্তী রাজ্য থেকে পুলিশ চাওয়ার কথা আগেই বলা হয়েছিল। সেইমতো শনিবার নবান্ন থেকে তেলাঙ্গানা, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সরকারের কাছে পুলিশ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তালিকায় নেই কোনো বিজেপি বা এনডিএ শাসিত রাজ্য।

নবান্ন সূত্রে খবর, প্রত্যেক রাজ্য থেকে তিন-চার কোম্পানি করে পুলিশ চাওয়া হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানোর দাবি তুলেছিল বিরোধীরা। গতকালই রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। অনেক নিয়োগ হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য চার-পাঁচটি রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকেও অতিরিক্ত বাহিনী পাব বলে আশাবাদী আমরা। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JzuiF6

April 28, 2018 at 04:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top