মোটরসাইকেলের শোডাউনে শফিক চৌধুরীকে বরণ করলেন আ.লীগ নেতারা

FB_IMG_1522589535151মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে ফিরেছেন। রোববার সকাল ১১ ঘটিকার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেন। আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এসময় বিমানবন্দরে তাঁকে গণসংবর্ধনা দেয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সভাপতি হাজী শামীম আহমদের নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলার তৃণমুল নেতৃবৃন্দকে নিয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় হাজারখানেক মোটরসাইকেলের বহর নিয়ে তারা বিমানবন্দর থেকে শফিকুর রহমান চৌধুরীকে তার টিলাগড়স্থ বাসভবনে পৌঁছে দেয়। পরে সেখানে শফিকুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে সকালে বিমানবন্দরের পার্কিং এলাকায় বিশাল মিছিল ও শ্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা শফিকুর রহমান চৌধুরীকে স্বাগত জানান। সংবর্ধনা জবাবে সাবেক এই সংসদ সদস্য বলেন- ‘দেশ ও জনগণের কল্যাণের জন্যই তাঁর রাজনীতি। আমি আমার রাজনীতির শুরু থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করছি। আজও সেই আদর্শের সৈনিক হিসেবে আমার পথচলা। আগামী দিনগুলোতে আমি সকলকে পাশে চাই।’

এসময় তিনি উপস্থিত হাজারো নেতাকর্মীকে ধন্যবাদ জানান। তিনি বলেন- আপনার কষ্ট করে আমাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর পর্যন্ত এসেছেন। এমন ভালোবাসা কোনদিন ভুলার নয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবরসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

FB_IMG_1522421406323এদিকে,র্দীঘ দুই মাস যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। আজ রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে তারা এসে পৌছেন। শফিক চৌধুরী ও পংকি খান দেশে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা বিপুল সংখ্যক গাড়ির বহর নিয়ে রোববার সকালে বিমানবন্দরে উপস্থিত হন।

এতে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের বিপুল সংখ্যক আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিমান বন্দরে সমবেত হয়ে তাদের নেতাকে বরণ করেন। পরে বিমান বন্দরে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Edp0vE

April 01, 2018 at 10:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top