নয়াদিল্লি, ১৩ এপ্রিলঃ শিশুধর্ষণে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তুললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধি। একটি ভিডিওর মাধ্যমে তিনি জানিয়েছেন, কাঠুয়া গণধর্ষণকাণ্ডের নৃশংসতা দেখে তিনি গভীরভাবে মর্মাহত। সাম্প্রতিককালে দেশে যে হারে শিশুধর্ষণ বেড়ে গিয়েছে, তা নিয়ে তিনি চিন্তিতও। তাঁর মতে, শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো ঘৃণ্য কাজে যুক্তদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, সোমবার নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে মন্ত্রিসভায় পক্সো আইন পরিবর্তনের প্রস্তাবে একটি আবেদন পেশ করা হবে। প্রস্তাবে ১২ বছরের নিচে শিশুদের ওপর যৌন নির্যাতনে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
জম্মু-কাশ্মীরের কাটুয়ায় ৮ বছরের ওই শিশুকন্যাকে একটি মন্দিরের আটকে রেখে টানা সাতদিন ধরে চলে গণধর্ষণ। মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হয়। খুন করার আগে এক পুলিশকর্মী মেয়েটিকে আরও একবার ধর্ষণ করে। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GV6Xkj
April 13, 2018 at 05:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন