হায়দরাবাদ, ২৯ এপ্রিল- মাত্র ১১ রানে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসলো সাকিবরা। প্রথমে ব্যাট করে ১৫২ রানের টার্গেট দিয়ে ১৪০ রানেই বেঁধে ফেলে রাজস্থানকে। জয়পুরে চলতি মৌসুমের ২৮তম ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়ালস। টস জিতে আগে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় হায়দরাবাদ। ধাওয়ান ৬ রানে ফিরে গেলেও ৩৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার এলেক্স হেলস। এদিন অধিনায়ক ক্যান উইলিয়ামসনের ব্যাটে আসে অর্ধশত রান। উইলিয়ামসন করেন ৪৩ বলে ৬৩ রান। হায়দরাবাদের এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই রানের দেখা পাননি। সাকিব করেন ৬ বলে ৬ রান। রাজস্থানের হয়ে জোফরা আর্চার নেন ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দল রাজস্থানের ওপেনার রাহুল ত্রিপাঠি ফেরেন মাত্র ৪ রান করেই। রাজস্থানের ব্যাটিংও ঠিক হায়দরাবাদের মতই দেখা গেল। আরেক ওপেনার অজিঙ্কা রাহানের ব্যাটে আসে সর্বোচ্চ ৬৫ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে আসা সাঞ্জু স্যামসন খেলেন ৩০ বলে ৪০ রানের ইনিংস। আরও পড়ুন:শেষবারের মতো আইপিএল খেলছেন যারা! এই দুজন ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই আর সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান তুলতে পারে রাজস্থান রয়ালস। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সিদ্ধার্থ কাউল। এদিন বল হাতেও উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান। সূত্র: আরটিভি এমএ/ ১১:৫৫/ ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2r8ulAL
April 30, 2018 at 06:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top