ইসলামাবাদ, ২৯ এপ্রিলঃ বিদেশি উপগ্রহের ওপর নির্ভরশীলতা কমিয়ে মহাকাশে প্রভাব বিস্তার করে ভারতের ওপর নজরদারি বাড়াতে সাধারণ বাজাটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছে পাকিস্তান। মহাকাশ গবেষণা ও অভিযান খাতে ২০১৮–১৯ অর্থবর্ষে ৪০০.৭০ কোটি টাকা বরাদ্দ করেছে পাকিস্তান। এরমধ্যে, ২৫৫ কোটি টাকা ধার্য করা হয়েছে শুধুমাত্র নতুন প্রকল্পের জন্য। সূত্রের খবর, পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফেয়ার রিসার্চ (সুপারকো) পাকিস্তান মাল্টি মিশন স্যাটেলাইট (পাকস্যাট–এমএম১) গবেষণায় ১০০.৩৫ কোটি টাকা বরাদ্দর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি করাচি, লাহোর এবং ইসলামাবাদে স্পেস সেন্টার খুলতে তৎপর পাক প্রশাসন। এর জন্যও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের মহাকাশে প্রভাব বিস্তারের প্রধান কারণ হল ভারতের উপর নজরদারি চালান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kmth4l
April 29, 2018 at 06:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন