জয়পুর, ০৫ এপ্রিল- যোধপুর সেন্ট্রাল জেলের ২ নং ব্যারাকে ধর্ষক মামলার আসামি আশারাম বাপুর সঙ্গে থাকবেন বলিউড অভিনেতা সালমান খান। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, সালমানকে যোধপুর সেন্ট্রাল জেলের ২ নং ব্যারাকে রাখা হবে, যেখানে আশারাম বাপুকে রাখা হয়েছে। এদিন ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়ে ৫২ বছর বয়সী সালমানকে ৫ বছরের জেল দিয়েছেন যোধপুরের একটি আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জামিনের জন্য সেশনস কোর্টে যেতে হবে তাকে। কিন্তু অন্যান্য মামলার শুনানি থাকায় তার জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল শুক্রবার। তাই তাকে আজ রাতটা জেলেই কাটাতে হবে। সালমানের ৩ বছরের কম সময়ের কারাদণ্ড হলে যোধপুর আদালত আজই তাকে জামিন দিতে পারতেন। যাহোক, ইতোমধ্যে যোধপুর সেন্ট্রাল জেলে পৌঁছে গেছেন সালমান। আশারাম বাপু ভারতের অন্যতম জনপ্রিয় একজন ধর্মীয় নেতা। ২০১৩ সালে আশ্রমে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করার পর তাকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিগত পাঁচ বছর ধরে তিনি এখানে আছেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯ ধারায় এই মামলার অপর ৪ আসামি সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ২০০৬ সালে একই ঘটনার সূত্র ধরে এই কারাগারে পাঁচটি রাত কাটাতে হয়েছিল তাকে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Hc2TJf
April 06, 2018 at 12:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top