ঢাকা, ১২ এপ্রিলঃ বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবারই সংসদে তিনি জানিয়ে দিয়েছেন, ‘সরকারি চাকরিতে সব সংরক্ষণ বাতিল করা হল।’ বাংলাদেশে এখন সরকারি চাকরির ৩০ শতাংশ পদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, মহিলাদের জন্য ১০ শতাংশ, জেলা কোটায় ১০ শতাংশ, বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য ১ শতাংশ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ শতাংশ সংরক্ষিত রয়েছে। এই কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনে নামে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের দাবি ছিল, কোটা ১০ শতাংশে নামিয়ে আনতে হবে এবং কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করতে হবে। অবশেষে জাতীয় সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, ‘বারবার এই অন্দোলনের ঝামেলা মেটানোর জন্য কোটা পদ্ধতি বাতিল করা হচ্ছে।’
মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন একটি কমিটি এব্যপারে তাদের রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করবে। প্রধানমন্ত্রী সেই রিপোর্ট অনুমোদন করলে সরকার বিজ্ঞপ্তি জারি করবে।সরকারের এক আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গড়ার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উপরই এখন কোটার বিষয়টি নির্ভর করছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ECMjiV
April 12, 2018 at 05:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন