কানাইঘাটে ডাকাতির ঘটনায় জকিগঞ্জ থেকে অস্ত্র সহ ২ ডাকাত আটক

জকিগঞ্জ সংবাদদাতা::     গত বৃহস্পতিবারে কানাইঘাট উপজেলার সদর ইউপির ছোটদেশ আগফৌদ গ্রামে ডাকাতির ঘটনায় এক ডাকাত ও একজন ডাকাতের স্ত্রীকে কানাইঘাট থানা পুলিশ জকিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করেছে।

শুক্রবার সন্ধ্যার পর জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বিলবাড়ী গ্রামের এনাম আহমদ চৌধুরীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি পাইপগান,৫ রাউন্ড গুলি, একটি পিস্তল ও বিপুল পরিমান ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে। এসময় পুলিশ এনাম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া থাকা ডাকাত বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের দুলাল আহমদের স্ত্রীকে আটক করে। এসময় ডাকাত দুলাল পালিয়ে যায়।

এর পূর্বে কানাইঘাট থানা পুলিশ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পূর্ব খালপার গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র সাবু আহমদকে আটক করে। তার কথামতে পুলিশ এ বাড়িতে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ। এসময় ডাকাত আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক জনতা এ বাড়িতে ভীড় করে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, ইউপি সদস্য সুমন আহমদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, ইউপি সদস্য মখদম আলীসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2qNMe7M

April 21, 2018 at 08:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top