প্রধানমন্ত্রীর সমালোচনা করে গান, গ্রেফতার তামিল লোকগায়ক

চেন্নাই, ১৪ এপ্রিলঃ প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে বিদ্রূপ করে গান লেখার অপরাধে তামিল লোকগায়ক কোভানকে গ্রেফতারের অভিযোগ। পুলিশ জানিয়েছে, ত্রিচির বিজেপি যুব শাখার সচিবের অভিযোগের ভিত্তিতে কোভানকে গ্রেফতার করা হয়েছে। শান্তিভঙ্গে উসকানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে।

কোভানের গানটিতে পালানিস্বামী ও সহ মুখ্যমন্ত্রী ও পনীরসেলভমের সমালোচনা করা হয়েছে। পাশাপাশি কাবেরী ইশ্যুতে প্রধানমন্ত্রীরও সমালোচনা করেছেন তিনি। ইউটিউবে কোভানের ওই গানের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে শ্রী রাম দাস মিশন ইউনিভার্সাল সোসাইটি আয়োজিত রথ যাত্রারও সমালোচনা করা হয়েছে।

২০১৫-তেও তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার সমালোচনা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কোভান। সেই মামলা এখনও ঝুলছে, তবে কোভান তাতে জামিন পেয়ে গিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GW7mD7

April 14, 2018 at 12:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top