বাংলাদেশ মিডিয়া ইনষ্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা ও র্যালী। সভায় ও র্যালীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর কেন্দ্রীয় মহাসচিব নূরুজ্জামান প্রধান।
জি এল রায় রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক আশরাফ খান কিরণের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় সদস্য নজরুল মৃধা, মানবাধিকার কর্মী আশিক ইকবাল। বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গাইবান্ধা জেলা সিনিয়র সহ সভাপতি শাহজাহান ভুলু, আসাদুজ্জামান রুবেল, রংপুর বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ,
সহ সভাপতি কানিজ আফরিন কণা, যুগ্ন সম্পাদক তারেকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম দুখু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মানিক, ক্রীড়া সম্পাদক রেখা মনি, দপ্তর ও প্রচার সম্পাদক রেজাউল করিম জীবন, সদস্য তৈয়বুর রহমান বাবু, আব্দুর রহমান, নূর মোহাম্মদ, ফিরোজ শাহ, মোস্তাফিজার রহমান, সৈয়দ হাসান আলী, রেজাউল করিম, মিজানুর রহমান বিপ্লব, আলী হায়দার রণি, উদয় চন্দ্র বর্মণ প্রমুখ। সভায় বক্তারা বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জোর দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক নিরাপত্তা আইন চাই, বাংলাদেশ প্রেস কাউন্সিল হতে সাংবাদিক নিবন্ধন সনদ চাই, সকল বিভাগে সরকারি গণমাধ্যম প্রশিক্ষণ ইন্সটিটিউট চাই, দুস্থ ও বেকার সাংবাদিকদের জন্য সরকারী ভাতা চাই, ভূমিহীন ও দুস্থ সাংবাদিকদের আবাসনের জন্য খাস জমির বরাদ্দ চাই, সাংবাদিকদের জন্য অবসর ভাতা চাই ও দলবাজী নয় সাংবাদিকদের ঐক্য ও পেশাদারিত্ব চাই। পরে আলোচনা শেষে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2wbuNDv
May 03, 2018 at 10:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন