ভারতের প্রতিবেশী-নীতি তালিকার শীর্ষে নেপাল, জানালেন প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ১১ মেঃ ভারতের ‘প্রতিবেশী অগ্রাধিকার’ নীতি তালিকার অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে নেপাল। একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার দুদিনের সফরে নেপাল গিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন জনকপুরের মন্দিরে পুজো দেন তিনি। জনকপুরের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা আর্থিক অনুদানও ঘোষণা করেন তিনি।এদিন জনকপুর মহকুমার অন্তর্গত বড়াবিঘা শহরে মোদিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, যখনই কোনও সমস্যা হয়েছে, ভারত ও নেপাল পাশাপাশি দাঁড়িয়েছে। কঠিন সময়ে আমরা একে অপরকে সাহায্য করেছি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jQg6MQ

May 11, 2018 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top