রশিদ রত্নে অহংকার হায়দরাবাদের

কলকাতা, ২৫ মেঃ দুরন্ত ঘূর্ণিতে হাল ভেঙে গেল নাইট তরী-র। তিরে এসে  ডুবে গেল তরী। নৌকা বোঝাই রত্ন নিয়ে ফাইনালের উদ্দেশ্যে যাত্রা করল হায়দরাবাদ। রশিদ, সাকিবে ঠাসা তার রত্ন ভাণ্ডার। আজ যুদ্ধ ছিল কলকাতার মাঠে কলকাতার সঙ্গে। কিন্তু যুদ্ধের শেষের আবহাওয়া  পাল্টে দিল রণনীতি।  এদিন টসে জিতে সানরাইজার্সদের বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত নেয় নাইট অধিনায়ক দীনেশ কার্তিক৷ বঙ্গসন্তান ঋদ্ধিকে  নিয়ে শুরুটা ভালোই করেছিল শিখর ধাওয়ান।  প্রথম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে তাঁরা।  কিন্তু সপ্তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুলদীপ যাদব। প্রথমে ধাওয়ানকে (২৪ বলে ৩৪) এলবিডব্লিউয় ও ওভারের পঞ্চম বলে কেন উইলিয়ামসনকে ( ৩ বলে ৩ রান) আউট করেন তিনি। পরে সাকিবকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই করেন  ঋদ্ধিমান সাহা।  ১০ ওভারের মাথায় দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩৫ রান করে আউট হন ঋদ্ধিমান। সাকিব রানের গতি কিছুটা বাড়িয়ে দিয়ে ২৪ বলে ২৮ রান করে ফিরে যান। শেষের দিকে অপরাজিত  (১০ বলে) ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে  হায়দরাবাদের স্কোর ১৭৪-এ নিয়ে যান আফগান তারকা রশিদ খান।  জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে নাইটরা। ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ইনিংসের শুভ সূচনা করে দিয়ে যান সুনীল নারায়ণ। অপরদিকে ক্রিস লিন নিজের স্বাভাবিক গতিতে ব্যাট চালিয়ে যেতে থাকেন। ৮.৩ ওভারে নাইটদের স্কোর ছিল ৮৭ তে ২। সেখান থেকে ম্যাচের গতি ঘুরিয়ে দেন হায়দরাবাদ স্পিনাররা।

রশিদ খান ও সাকিবের ঘূর্ণিতে চোরা বালিতে তলিয়ে যেতে থাকে নাইট ব্যাটসম্যানরা। ১৬ বলে ২২ রান করে নীতিশ রানা রান আউট হয়ে গেলে আর ম্যাচে ফেরত আসতে পারেনি কেকেআর। শেষ ওভারে নাইটদের দরকার ছিল ১৯ রান। বল করতে আসেন ব্রাথওয়েট প্রথম বলেই চার মারেন শিভম মাভি। কিন্তু  তৃতীয় বলে বাউন্ডারি লাইনে রশিদের হাতে বন্দি হন শুভমন গিল (২০ বলে ৩০)। বাকি তিন বলে আসে মাত্র ২ রান।  ফাইনালের আশা থামিয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থেমে যায় নাইট ইনিংস।  দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৪৮ রান করেন ক্রিস লিন।   রশিদ ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xeUwv3

May 25, 2018 at 11:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top