ওয়েব ডেস্ক, ৪ মেঃ প্রথমে আকাশ কালো করে ধুলিঝড়। তারপর বজ্রবিদ্যুৎ আর তুমুল বৃষ্টি। এর জেরেই রাজস্থান ও উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ১০9 জনের মৃত্যু হয়েছে। শুধু উত্তরপ্রদেশেই মারা গিয়েছেন ৭৩ জন, আহত অন্তত ৯০। রাজস্থানে মৃত্যু হয়েছে ৩৬ জনের। প্রবল ধুলোঝড়ে তছনছ হয়ে গিয়েছে আগ্রা। এখানে ঝড়ের বলি ৪৩ জন। বিজনর, বারেলি, শাহরানপুরের মতো এলাকারও ব্যাপক ক্ষতি হয়েছে।ধুলোঝড় আর বৃষ্টি হয়েছে রাজধানী দিল্লিতেও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২২ ডিগ্রিতে। সবচেয়ে আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আবার প্রবল ধুলোঝড়ের কবলে পড়তে পারে উত্তরপ্রদেশ ও রাজস্থান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JNgarG
May 04, 2018 at 10:27AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন