এবার কিংস ইলেভেনকে হারিয়ে ফের প্লে-অফের দৌড়ে ঢুকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ শেষ দুটি ম্যাচ বড় ব্যবধানে হারালে প্লে-অফের যাওয়ার ক্ষীণ আশা রয়েছে বলে মনে করেন রয়্যাল ক্যাপ্টেন বিরাট কোহলি৷ সোমবার হোলকার স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে চাঙ্গা বিরাটশিবির৷ কিংস বধের পর বিরাট বলেন, গত এক সপ্তাহ অন্য ম্যাচ গুলো ফের আমাদের একটা রাস্তা করে দিয়েছে৷ একটা সময় মনে হয়েছিল, টুর্নামেন্ট থেকে আমরা ছিটকে গিয়েছি কিন্তু অন্য ম্যাচ গুলির ফলে পয়েন্ট টেবল ফের ওপেন হয়ে যায়৷ শেষ দুটি ম্যাচ জিতলে আমাদেরও একটা সুযোগ থাকবে, যদি আমরা নেট রান-রেট ভালো রাখতে পারি৷ সোমবার ইন্দোরে অন্য বিরাট কোহলিদের দেখে রয়্যাল সমর্থকরা৷ বল হাতে প্রথমে কিংস ইলেভনকে ৮৮ রানে অল-আউট করে দেওয়ার পর কোনও উইকেট না-হারিয়ে রান তুলে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় কোহলি অ্যান্ড কোং৷ বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং৷ তিন দিক থেকেই কিংস ইলেভেনকে পিছনে ফেলে হঠাৎ করেই ফের প্লে-অফের রাস্তায় ঢুকে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ বিরাটরা বড় ব্যবধানে জেতায় ফের তিন নম্বরে উঠে আসে কেকেআর ৷ সানরাইজার্স ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ এবং চেন্নাই ১২ ম্যাচে, ৮ জয়ে ১৬ প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে৷ বাকি দুটি জায়গার জন্য লড়াই কেকেআর ১২ ম্যাচে,৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে, রাজস্থান ১২ ম্যাচে, ৬ জয়ে ১২ পয়েন্ট, পঞ্জাব ১২ ম্যাচে,৬ জয়ে ১২ পয়েন্ট, মুম্বই ১২ ম্যাচে,৫ জয়ে ১০ পয়েন্ট ও ব্যাঙ্গালোরের ১২ ম্যাচে,৫ জয়ে ১০ পয়েন্ট ৷ আরও পড়ুন: আইপিএলে ইতিহাস গড়ল নেপালের সন্দীপ লামিচান ম্যাচ শেষে কোহলি বলেন, টস থেকেই আজকের দিনটা আমাদের কাছে পারফেক্ট ছিল৷ প্রথমে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখা, পরে ব্যাটিংয়ে সেরাটা দেওয়া৷ আমাদের হারানোর কিছু ছিল না৷ এই মানসিকতা নিয়েই আমরা মাঠে নেমেছিলাম৷ পরের ম্যাচটা জিতলে শেষ ম্যাচটা অত্যন্ত পূর্ণ হয়ে যাবে৷ কিংসকে বড় ব্যবধানে হারানোয় রান-রেটে উন্নতি করে রয়্যালবাহিনী ৷ ১২ ম্যাচে বিরাটদের ১০ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের পর অর্থাৎ সাত নম্বরে রয়েছে আরসিবি ৷ শেষ দুটি ম্যাচে বিরাটরা খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৷ আরএস/০৯:০০/ ১৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L1K5hx
May 15, 2018 at 10:09PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.