কলকাতা, ০১ মে- না ফেরার দেশে চলে গেলেন ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ ও পশ্চিমবঙ্গের সাবেক অর্থমন্ত্রী অশোক মিত্র। মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর দৈনিক আনন্দবাজারের। দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার আলীপুরের বাসভবনে। সেখানে বিকেল ৪টা পর্যন্ত তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর মরদেহ নিয়ে বের হয় একটি শোকমিছিল। এই মিছিল শেষ হয় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯২৮ সালে ঢাকায় জন্ম এই অর্থনীতিবিদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পর ১৯৪৭ সালে তিনি চলে যান ভারতে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ক্লাসও করেন। তবে অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর পাশ করেন বেনারস বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৫৩ সালে তিনি ডক্টরেট পান রটারডাম বিশ্ববিদ্যালয় থেকে। আরও পড়ুন :মমতা ক্যারিশ্মায় সিপিএমের রেকর্ড তছনছ, ভোট-ইতিহাসে নয়া কীর্তি তৃণমূলের বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অশোক মিত্র। ১৯৭০ সালে অশোক মিত্র ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন। কাজ করেন ১৯৭২ সাল পর্যন্ত। এরপর ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল, এই দশ বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে তাঁর মতদ্বৈধতা দেখা দিলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন। ১৯৯০ সালে তিনি ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য বা সাংসদ হন। শিল্প ও বাণিজ্য বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানও হন তিনি। ভারত সরকারের কৃষিপণ্য কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JEkxp9
May 01, 2018 at 11:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top